BUSINESS NEWS
অবকাঠামোগত উন্নয়নে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করে চীন
বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ২০:৪৪ অপরাহ্ন

BUSINESS NEWS

পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় তিনি বাংলাদেশের আইসিটি, জ্বালানি খাত এবং অবকাঠামোগত উন্নয়নে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশ থেকে চীন কৃষিপণ্য, বিশেষ করে আম আমদানি করতে চায় বলে উল্লেখ করেন। 

বুধবার (২০ মার্চ) পরিকল্পনা প্রতিমন্ত্রীর নিজ কার্যালয়ে সাক্ষাৎকালে তাঁরা ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য রপ্তানি, অবকাঠামোগত উন্নয়ন, বিভিন্ন প্রকল্প, বাংলাদেশ-চীনের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।  পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু এবং উন্নয়ন অংশীদার। ভবিষ্যতে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

প্রতিমন্ত্রী বলেন, কর্ণফুলী টানেল, পদ্মা সেতু নির্মাণে কারিগরি সহযোগিতা, ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে নির্মাণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্পে চীন সব সময় বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করছে। এ সময় তিনি চীনের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ থেকে কৃষিপণ্য বিশেষ করে আম আমদানি করতে চায় চীন। এ সময় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।