BUSINESS NEWS
দেশের বাজারে সোনার দাম ভরিতে বাড়ল ৬৩০ টাকা
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ০০:৫৬ পূর্বাহ্ন
BUSINESS NEWS

BUSINESS NEWS

দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম। দাম বেড়ে এখন থেকে দেশের বাজারে ভালো মানের সোনা প্রতি ভরি (২২ ক্যারেট) বিক্রি হবে এক লাখ ১৯ হাজার ৪২৮ টাকায়। নতুন করে প্রতি ভরি ভালো মানের সোনায় দাম বেড়েছে ৬৩০ টাকা। গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টা থেকেই সারা দেশে সোনার নতুন এই দর কার্যকর হয়।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এই মূল্যবৃদ্ধির তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার মূল্যবৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ১৪ হাজার ৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

 এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯৭ হাজার ৭০৯ টাকা নির্ধারণ করা হয়েছে।