BUSINESS NEWS
বিশ্বব্যাংকের কাছে বাজেট–সহায়তায় ৭৫ কোটি ডলার চায়
শনিবার, ১১ মে ২০২৪ ২৩:০৪ অপরাহ্ন
BUSINESS NEWS

BUSINESS NEWS

চলতি অর্থবছরে ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিটের (ডিপিসি) আওতায় শেষ কিস্তির ২৫ কোটি ডলার পাওয়ার কথা ছিল। কিন্তু গত বছরের ২৭ নভেম্বর বাংলাদেশ সরকার এই অর্থের পরিমাণ বাড়িয়ে ৫০ কোটি ডলার করার প্রস্তাব দেয়। বিশ্বব্যাংক তাতে রাজিও হয়।

এ ছাড়া গত মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বসন্তকালীন সভা চলাকালে বাংলাদেশের পক্ষ থেকে এই সহায়তা বাড়িয়ে ৭৫ কোটি ডলার করার প্রস্তাব করা হয়। কিন্তু বিশ্বব্যাংক এখনো এ বিষয়ে কোনো সাড়া দেয়নি।

চলতি মে মাসেই বিশ্বব্যাংকের বোর্ড সভায় ডিপিসির আওতায় বাজেট–সহায়তা অনুমোদনের কথা রয়েছে। কিন্তু তা ৫০ কোটি ডলার, নাকি ৭৫ কোটি ডলার হবে, তা চূড়ান্ত হয়নি। ডিপিসির এই ঋণের শর্ত হলো সঞ্চয়পত্র বিক্রিতে রাশ টানতে হবে। এ ছাড়া নতুন ব্যাংক কোম্পানি আইন পাসের শর্তও ছিল। দুটি শর্তই বাংলাদেশ পূরণ করেছে। এ মাসে বাজেট–সহায়তার প্রস্তাব পাস হলে পরের দুই সপ্তাহের মধ্যে অর্থ পেয়ে যাবে বাংলাদেশ।