BUSINESS NEWS
১৪০০ কোটি টাকা ঋণখেলাপির অভিযোগে আনসারুল আলম চৌধুরী বিমানবন্দরে আটক
মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪ ০১:২৫ পূর্বাহ্ন
BUSINESS NEWS

BUSINESS NEWS

চট্টগ্রামে ১৪০০ কোটি টাকা ঋণখেলাপির অভিযোগে এস আলমের ঘনিষ্ঠ সহযোগী আনসারুল আলম চৌধুরীকে আটক করেছে আইনশৃঙ্খলাবাহিনী। সোমবার (২ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

ব্যবসায়ী আনসারুল আলম চৌধুরী বহুল আলোচিত এস আলম গ্রুপের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে পরিচিত। তার গ্রামের বাড়ি উত্তর চট্টগ্রামের রাউজানে। তিনি সিভিল এভিয়েশন ও বিমানবন্দরের বিভিন্ন গোয়েন্দা সংস্থার রাজনৈতিক সন্দিগ্ধ তালিকাভুক্ত ছিলেন বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে। জানা যায়, সোমবার সকালে দুবাই যাওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে আসেন ব্যবসায়ী আনসারুল আলম চৌধুরী। ইসলামী ব্যাংক থেকে এক হাজার ৪০০ কোটি টাকা ঋণ নিয়ে পরিশোধ না করার অভিযোগ থাকায় ইমিগ্রেশন পুলিশ তার বিদেশ যাওয়া আটকে দেয়। পরবর্তীতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।