BUSINESS NEWS
বিএসইসির কমিশনার এ টি এম তারিকুজ্জামানকে অব্যাহতি
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ ২২:০৫ অপরাহ্ন
BUSINESS NEWS

BUSINESS NEWS

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার এ টি এম তারিকুজ্জামানকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিন মাস সময় দিয়ে তাকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। 

বুধবার (১১ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়, বিএসইসির কমিশনার এ টি এম তারিকুজ্জামানকে তার সাথে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী অব্যাহতি প্রদানের জন্য তিন মাসের নোটিশ দেয়া হলো। সেই হিসাবে তিনি চলতি বছরের ১০ ডিসেম্বর থেকে আর কমিশনার পদে বহাল থাকবেন না।

চলতি বছরের ৮ মে এ টি এম তারিকুজ্জামানকে কমিশনার হিসেবে নিয়োগ দেয় আওয়ামী লীগ সরকার। এর আগে তিনি দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ডিএসইর এমডি হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি ছিলেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নির্বাহী পরিচালক।