BUSINESS NEWS
আ ফ ম বাহাউদ্দিনের ব্যাংক হিসাব তলব
বুধবার, ০৯ অক্টোবর ২০২৪ ২৩:৪৬ অপরাহ্ন
BUSINESS NEWS

BUSINESS NEWS

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। গতকাল মঙ্গলবার আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। 

এ ছাড়া আ ফ ম বাহাউদ্দিনের স্ত্রী সুলতানা শামীমা চৌধুরী এবং তাঁদের সন্তান এ বি এম সিদ্দিক ও নুজহাত তাবাসসুমের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। ব্যাংক হিসাব তলবের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে। সেই সঙ্গে ব্যক্তিদের সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে দুই কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন এবং অনেকের ব্যাংক হিসাব জব্দ ও তলব করা হয়েছে।