BUSINESS NEWS
নতুন প্রণোদনার ঘোষণা দিল চীন সরকার
বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ০০:৪৩ পূর্বাহ্ন

BUSINESS NEWS

অর্থনীতি পুনরুদ্ধারে প্রণোদনার ঘোষণা দিয়েছে চীন সরকার। এবারের প্রণোদনার মূল লক্ষ্য হলো ব্যক্তি খাতে সহায়তা দেওয়া। তবে ঠিক কী অঙ্কের প্রণোদনা দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। খবর রয়টার্স।

চীনের অর্থ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে সম্প্রতি জানানো হয়, অর্থ সংগ্রহে চীন সরকার আরও বন্ড ছাড়বে। যেসব পরিবারের আয় অনেকটাই কম, সেসব পরিবারকে ভর্তুকি দেওয়া হবে। তার সঙ্গে আরও দুটি লক্ষ্য নির্ধারণ করেছে চীন সরকার। সেগুলো হলো প্রবৃদ্ধির পালে হাওয়া লাগাতে আবাসনবাজারে সহায়তা দেওয়া এবং রাষ্ট্রীয় ব্যাংকগুলোকে মূলধন জোগান দিয়ে ঋণ দেওয়ার সক্ষমতা বাড়ানো।