BUSINESS NEWS
পদত্যাগ করেছেন কমার্স ব্যাংকের এমডি তাজুল ইসলাম
বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ২৩:৩৯ অপরাহ্ন
BUSINESS NEWS

BUSINESS NEWS

কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাজুল ইসলাম পদত্যাগ করেছেন। গত সোমবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তিনি পদত্যাগপত্র জমা দেন। এর আগে ব্যাংকটিতে থাকা নিজের হিসাব থেকে সব টাকা তুলে নেন তিনি। কমার্স ব্যাংক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ব্যাংকের চেয়ারম্যান আতাউর রহমান  পদত্যাগের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তা। এস আলম গ্রুপের মালিকানায় থাকা ব্যাংকগুলোর মধ্যে কমার্স ব্যাংক একটি। আওয়ামী লীগ সরকার পতনের পর ব্যাংকটিকে এস আলমের নিয়ন্ত্রণমুক্ত 

২০২২ সালের মার্চে তাজুল ইসলাম কমার্স ব্যাংকে এমডি হিসেবে যোগ দেন। এর আগে তিনি জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন। জনতা ব্যাংকে এস আলম গ্রুপের প্রায় ১১ হাজার কোটি টাকার ঋণ রয়েছে। সেই সূত্রে তাজুল ইসলামের সঙ্গে এস আলম গ্রুপের সখ্য গড়ে ওঠে। জনতা ব্যাংক থেকে অবসর নেওয়ার পর তিনি কমার্স ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পান।

এদিকে এমডি পদত্যাগ করলেও এস আলম গ্রুপের মাধ্যমে নিয়োগ পাওয়া বেশির ভাগ শীর্ষ কর্মকর্তা ও বিভাগীয় প্রধান এখনো বহাল রয়েছেন। ফলে ব্যাংকটি সংকট থেকে বের হতে পারছে না।