BUSINESS NEWS
৪০% নগদ লভ্যাংশ দেবে বেক্সিমকো ফার্মা
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ০০:২১ পূর্বাহ্ন
BUSINESS NEWS

BUSINESS NEWS

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। ৩০ জুন সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের এই লভ্যাংশ দেওয়া হবে। সর্বশেষ সমাপ্ত হিসাব অর্থবছরে আর্থিক প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল সোমবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়েছে। আজ মঙ্গরবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

ডিএসইর তথ্যানুসারে, ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৩ টাকা সাত পয়সা। আগের সমাপ্ত হিসাব ২০২২-২৩ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১০ কোটি ৩৪ পয়সা। গত অর্থবছরে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ১৮ টাকা ৭৫ পয়সা। আগের সমাপ্ত হিসাব অর্থবছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল ১৩ টাকা ৬৪ পয়সা। কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১০৭ টাকা ৪৮ পয়সা। আগের সমাপ্ত হিসাব অর্থবছরে শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ৯৭ টাকা ৯১ পয়সা।

বেক্সিমকো ফার্মার রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ নভেম্বর। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।