BUSINESS NEWS
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যানের ব্যাংক হিসাব জব্দ
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ ২৩:৪৫ অপরাহ্ন
BUSINESS NEWS

BUSINESS NEWS

রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান শরিফ জহির, তাঁর ভাই আসিফ জহির এবং তাঁদের মা কামরুন নাহারের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর বাইরে অনন্ত গ্রুপের পরিচালক সৈয়দ ইশতিয়াক আলমের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।

এনবিআর গত রোববার (১ ডিসেম্বর) আয়কর আইনের ২২৩ ধারা অনুযায়ী এই ব্যক্তিদের ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন ও স্থানান্তর স্থগিত করে। এ-সংক্রান্ত নির্দেশনা এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা বা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল থেকে দেশের সব ব্যাংকে কার্যকরের জন্য পাঠানো হয়েছে। 

বিভিন্ন ব্যাংকে পাঠানো এনবিআরের এ-সংক্রান্ত চিঠিতে বলা হয়, সরকারি রাজস্ব স্বার্থ সংরক্ষণের জন্য আয়কর আইনের ক্ষমতাবলে এসব ব্যক্তি ও তাঁদের পরিবারের (পিতা-মাতা, ভাই-বোন, স্ত্রী, পুত্র-কন্যা) নামে ব্যাংকে পরিচালিত হিসাব থেকে (ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইত্যাদিসহ) অর্থ উত্তোলন বা স্থানান্তর এবং লকার বা ভল্টে অর্থ বা সম্পদ থাকলে তা স্থানান্তর স্থগিত থাকবে।