BUSINESS NEWS
যুক্তরাষ্ট্র থেকে এলএনজি ক্রয় প্রস্তাব অনুমোদন
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ০০:৪৫ পূর্বাহ্ন
BUSINESS NEWS

BUSINESS NEWS

স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি আমদানিসহ তিনটি প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’। এতে মোট ব্যয় হবে ৮৬৪ কোটি ৩৯ লাখ টাকা।

মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

বৈঠক শেষে জানানো হয়, আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ১৫-১৬ জুলাই সময়ের জন্য এ এলএনজি কার্গো আমদানি করা হচ্ছে। এটি চলতি পঞ্জিকা বছরের ৩০তম এলএনজি আমদানি। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘মেসার্স এক্সিলারেট এনার্জি এলপি’ এই কার্গোটি সরবরাহ করবে। এতে ব্যয় হবে বাংলাদেশি মুদ্রায় ৬১২ কোটি ৫৪ লাখ ৩৪ হাজার টাকা।