BUSINESS NEWS
ডিএসইতে ৫ বছর মেয়াদি নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু
সোমবার, ২৩ জুন ২০২৫ ২৩:১৩ অপরাহ্ন
BUSINESS NEWS

BUSINESS NEWS

রাজধানীর প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫ বছর মেয়াদি একটি নতুন সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। বন্ডটির নাম 05Y BGTB 18/06/2030।

সোমবার (২৩ জুন) থেকে বন্ডটি ‘এ’ ক্যাটাগরির অধীনে লেনদেন হচ্ছে বলে ডিএসই সূত্রে জানা গেছে। ট্রেডিং কোড TB5Y0630 এবং ডিএসইর কোম্পানি কোড ৮৮৫৩৯। সরকারি এই বন্ডের ইস্যুয়ার বাংলাদেশ ব্যাংক। বন্ডটির অভিহিত মূল্য ১০০ টাকা হলেও ইস্যু দর নির্ধারণ করা হয়েছে ১০০ দশমিক ৬৩ টাকা। পাঁচ বছর মেয়াদি এই বন্ডে বার্ষিক কূপন রেট ধরা হয়েছে ১২ দশমিক ৪০ শতাংশ।