BUSINESS NEWS
দুর্বল বীমা কোম্পানির নিয়ন্ত্রণ নেবে সরকার
বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ২৩:৫৯ অপরাহ্ন
BUSINESS NEWS

BUSINESS NEWS

 দেশের বীমা খাতের দুর্বলতা দূর করতে এবং পলিসিধারীদের স্বার্থ রক্ষায় ব্যাংক খাতের মতো বীমা খাতেও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার।ব্যাংক খাতের আদলে এবার দুর্বল বীমা কোম্পানিগুলোর সাময়িক মালিকানা গ্রহণের ক্ষমতা পাবে সরকার। 

এই লক্ষ্যে ‘বীমাকারীর রেজল্যুশন অধ্যাদেশ-২০২৫’ নামের একটি খসড়া প্রস্তুত করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এই অধ্যাদেশ কার্যকর হলে সরকার প্রয়োজন হলে কোনো সমস্যাগ্রস্ত বীমা প্রতিষ্ঠানের মালিকানা গ্রহণ করে তা তৃতীয় পক্ষের কাছে বিক্রি করে দিতে পারবে।

আইডিআরএ ইতোমধ্যে ১৫টি সমস্যাগ্রস্ত বীমা কোম্পানিতে বিশেষ নিরীক্ষক নিয়োগ দিয়েছে এবং প্রাথমিকভাবে সরকার এসব প্রতিষ্ঠানের সাময়িক মালিকানা নিতে পারে বলে জানা গেছে। এই কোম্পানিগুলোর কাছে গ্রাহকদের প্রায় ৪ হাজার ৬১৫ কোটি টাকার বীমা দাবি আটকে আছে, যার মধ্যে ৩ হাজার ৯৮০ কোটি টাকা এখনও পরিশোধ হয়নি।

অধ্যাদেশের খসড়ায় বলা হয়েছে, সরকার ও আইডিআরএ বীমা কোম্পানি অবসায়ন, একীভূতকরণ বা তৃতীয় পক্ষের কাছে শেয়ার বিক্রি করতে পারবে। প্রয়োজন হলে কোম্পানির চেয়ারম্যান, পরিচালক ও প্রধান নির্বাহীসহ অন্যান্য কর্মকর্তাদের অপসারণের ক্ষমতাও থাকবে। তবে মালিকানা বিক্রির আগে ‘ব্রিজ বীমাকারী প্রতিষ্ঠান’ গঠন বাধ্যতামূলক হবে, যার মেয়াদ সাধারণত দুই বছর, সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত বাড়ানো যাবে। এই প্রতিষ্ঠান পরিচালনায় পর্ষদ ও প্রধান নির্বাহী নিয়োগ করা হবে এবং অর্থায়নের জন্য দেশীয় ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান থেকে তহবিল সংগ্রহ করা হবে।