জ্বালানি চাহিদা পূরণে ৫৫৬ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে আগস্ট মাসের জন্য কাতার থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনবে সরকার। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।