মঙ্গলবার (২৬ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। সূত্রমতে, এদিন কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১ টাকা ৭০ টাকা বা ১০ শতাংশ। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল পলিমারের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ।
আর তালিকার তৃতীয় স্থানে থাকা ইনফরশেন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। আজ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, মুন্নু ফেব্রিকস, শেফার্ড ইন্ডাস্ট্রিজ এবং কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।