বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ১ সেপ্টেম্বর থেকে ঢাকা-জাপানের নারিতায় সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে। মঙ্গলবার (২৫ জুলাই) থেকে এই রুটের টিকিট বিক্রয় শুরু করেছে বিমান সংস্থাটি। যাত্রীরা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com, মোবাইল অ্যাপস, বিমানের যেকোনো সেলস সেন্টার, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এই রুটের টিকিট ক্রয় করতে পারবে। বিমানের ওয়েবসাইট ও অ্যাপস থেকে টিকিট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড NEWYEAR23 ব্যবহার করে মূল ভাড়ার ওপর ৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। আগামী ১৫ আগস্ট পর্যন্ত এই বিশেষ মূল্য চালু থাকবে।
এ সময়ের মধ্যে ঢাকা-নারিতা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া জনপ্রতি সর্বমোট ৪৯ হাজার ১০০ টাকা থেকে শুরু হবে এবং রিটার্ন টিকিটের ভাড়া শুরু হবে ৮৪ হাজার ৪৯৬ টাকা থেকে। অন্যদিকে নারিতা-ঢাকা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া শুরু হবে জনপ্রতি ২৫ হাজার ৭৮৭ টাকা এবং রিটার্ন টিকিটের সর্বনিম্ন মূল্য শুরু হবে ৫৬ হাজার ১৪ টাকা থেকে।
ঢাকা থেকে সপ্তাহে প্রতি শুক্র, সোম ও বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে বিমানের ফ্লাইট নারিতার উদ্দেশে যাত্রা করবে এবং নারিতা থেকে সপ্তাহে প্রতি শনি, মঙ্গল ও বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টায় ঢাকার উদ্দেশে যাত্রা করবে।