ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে রবি আজিয়াটাঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে রবি আজিয়াটাঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে রূপালী লাইফ ইন্স্যুরেন্স ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে ইনটেক
No icon

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে নিয়োগ পেয়েছেন জাকির হোসেন চৌধুরী ও কবির আহাম্মদ

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে নিয়োগ পেয়েছেন জাকির হোসেন চৌধুরী ও কবির আহাম্মদ। তাঁরা দুজনই কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক (গ্রেড-১) হিসেবে কর্মরত। তাঁদের তিন বছরের জন্য ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। আজ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা ডেপুটি গভর্নরসহ সব চুক্তিভিত্তিক কর্মকর্তাদের পদত্যাগে বাধ্য করেন। পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সরকারের পরামর্শে পদত্যাগপত্র জমা দেন ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান ও মো. খুরশীদ আলম। তাঁদের শূন্য পদে নতুন দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে। আগের মতো জ্যেষ্ঠতার ভিত্তিতে তাঁরা নিয়োগ পেয়েছেন।