ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশনঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিংঅর্থ পাচারে সহায়তার অভিযোগে ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানাঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
No icon

রোহিঙ্গাদের সহায়তায় ১০৫৮ কোটি টাকা দেবে এডিবি

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য এবং তাদের আশ্রয়দাতা বাংলাদেশি সম্প্রদায়গুলোর জন্য অত্যাবশ্যকীয় অবকাঠামো ও পরিষেবা নিশ্চিত করতে ১ হাজার ৫৮ কোটি টাকা অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এরমধ্যে রয়েছে ৭১৫ কোটি টাকা অনুদান এবং সহজ শর্তে ৩৪৩ কোটি টাকা ঋণ অনুমোদন করেছে সংস্থাটি। এই অর্থায়ন এডিবির দরিদ্রতম ও সবচেয়ে অরক্ষিত সদস্য দেশগুলোর জন্য নির্ধারিত এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড (এডিএফ) থেকে দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৪ জুন) এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এডিবি জানায়, ‘ইন্টিগ্রেটেড সার্ভিসেস অ্যান্ড লাইভলিহুড ফর ডিসপ্লেসড পিপল ফ্রম মিয়ানমার অ্যান্ড হোস্ট কমিউনিটিস ইমপ্রুভমেন্ট প্রোজেক্ট’ শীর্ষক প্রকল্পটির মাধ্যমে পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি; রাস্তা ও সেতু; নিরাপত্তা ও সুরক্ষা; নিষ্কাশন ব্যবস্থা; খাদ্য নিরাপত্তা এবং দুর্যোগ সহনশীলতার মতো মৌলিক পরিষেবাগুলোর সুযোগ বাড়াতে কাজ করা হবে। কক্সবাজার ও ভাসানচর এলাকার রোহিঙ্গা ও আশ্রয়দাতা উভয় সম্প্রদায়ের নির্দিষ্ট চাহিদা পূরণে একটি বিশেষ পদ্ধতি অনুসরণ করা হবে। প্রকল্পটি অত্যাবশ্যকীয় পরিষেবাগুলোতে যোগাযোগ ও প্রবেশাধিকার বাড়ানোর পাশাপাশি প্রকল্প ব্যবস্থাপনা ও বাস্তবায়নে সরকারের সক্ষমতাও জোরদার করবে।