ভারত-পাকিস্তান উত্তেজনায় ঢাকার শেয়ারবাজারে বড় ধসডিএসইর লেনদেন কমলেও বেড়েছে সিএসইতেআগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট হবে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকারআয়কর কমানোর সুযোগ নেই: আব্দুর রহমান খানভারতের শেয়ারবাজার এক দিনে ২০ লাখ কোটি রুপি হারিয়েছে
No icon

কৃষি ব্যাংকের নেটওয়ার্কে হ্যাকারদের হামলা, তথ্য চুরির দাবি অনলাইন ডেস্ক

বাংলাদেশ কৃষি ব্যাংকের নেটওয়ার্ক অবকাঠামোয় হামলা চালিয়ে তথ্য হাতিয়ে নেওয়ার দাবি করেছে হ্যাকাররা। সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান আইজুলজিক এ তথ্য জানিয়েছে।  নিজেদের ওয়েবসাইটে আইজুলজিক লিখেছে, কৃষি ব্যাংকে হামলার দায় স্বীকার করেছে র‌্যানসামওয়্যার গ্রুপ এএলপিএইচভি। তারা বলেছে, গত ২১ জুন ব্যাংকটির নিরাপত্তাব্যবস্থা ভেদ করে ১৭০ গিগাবাইটের বেশি সংবেদনশীল তথ্য হাতিয়ে নেয় তারা। ব্যাংকের নেটওয়ার্কে হ্যাকাররা প্রবেশের ১২ দিনেও তা শনাক্ত করা যায়নি। এ সময়ে ব্যাংকটি সম্পর্কে জানতে এবং গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে যথেষ্ট সময় পেয়েছে হ্যাকাররা। 

আইজুলজিক বলছে, কৃষি ব্যাংকের নেটওয়ার্ক থেকে কী ধরনের তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে, তার বিবরণও দিয়েছে হ্যাকাররা। এসব তথ্যের মধ্যে অ্যাকাউন্টের বিবরণ, ব্যাংক স্টেটমেন্ট ও করসংক্রান্ত তথ্যের মতো গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য রয়েছে। ব্যাংকের কিছু কর্মীর ব্যক্তিগত তথ্যও প্রকাশ করা হয়েছে।  

হ্যাকারদের সঙ্গে কৃষি ব্যাংক সমঝোতার আলোচনা প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে আইজুলজিক। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, হ্যাকাররা দাবি করেছে, তারা ব্যাংকটির দাতা ও বিনিয়োগকারীদের ই–মেইল পাঠিয়েছে। এ ছাড়া ব্যাংকটিকে ৮ জুলাই থেকে ৭২ ঘণ্টার সময়সীমা বেধে দিয়েছে। হ্যাকারদের আশা, এ সময়ের মধ্যে ব্যাংকটির কর্মকর্তারা তাদের সঙ্গে যোগাযোগ করবেন।