ব্যাংক খাতের খেলাপি ঋণ ২৫-৩০ শতাংশে পৌঁছে যাবে : আহসান এইচ মনসুরসাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্সদুই বিলিয়ন ডলারের নতুন সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের শেয়ারবাজারে দর পতনে বিনিয়োগকারীদের বিক্ষোভ বাংলাদেশের শিল্প খাতের উন্নয়নে বিনিয়োগে আগ্রহী কাতার : শিল্পমন্ত্রী
No icon

ভিসা ও মাস্টারকার্ড মাশুল বৃদ্ধির পরিকল্পনা, বাড়বে কেনাকাটার ব্যয়

ভিসা ও মাস্টারকার্ড মাশুল বৃদ্ধির পরিকল্পনা করছে। বিষয়টি হলো, দোকানে এসব কার্ড ব্যবহার করে গ্রাহকেরা মূল্য পরিশোধ করলে তা গ্রহণ করতে দোকানিদের যে মাশুল পরিশোধ করতে হয়, তা বাড়ানোর পরিকল্পনা করছে এই কোম্পানি দুটি। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য প্রকাশ করেছে।

এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও নথি উদ্ধৃত করে ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, চলতি বছরের অক্টোবর ও আগামী বছরের এপ্রিলে এই মাশুল বৃদ্ধির কথা। আরও বলা হয়েছে, এই মাশুল বৃদ্ধির বড় একটি অংশ অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে ভিসা ও মাস্টারকার্ড কর্তৃপক্ষ এ বিষয়ে মন্তব্য করতে রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি। গ্রাহকেরা যখন কিছু কেনার জন্য তাঁদের কার্ড ব্যবহার করেন, তখন দোকানদারদের কার্ড প্রদানকারী প্রতিষ্ঠানকে যে অর্থ দিতে হয়, সেটা ইন্টারচেঞ্জ ফি হিসেবে পরিচিত।

নিয়ন্ত্রকেরা বলছেন, বর্ধিত মাশুলের চাপ শেষমেশ গ্রাহকদের দিকে ঠেলে দেওয়া হয়। এ কারণে স্বাভাবিকভাবে কেনাকাটার খরচ বেড়ে যাবে। এদিকে এ খবরে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে মাস্টারকার্ড শেয়ারের দাম বেড়েছে ১ দশমিক ৩ শতাংশ এবং ভিসার শেয়ারের দাম বেড়েছে ১ দশমিক ১ শতাংশ। 

খবর রয়টার্স