ব্যাংক খাতের খেলাপি ঋণ ২৫-৩০ শতাংশে পৌঁছে যাবে : আহসান এইচ মনসুরসাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্সদুই বিলিয়ন ডলারের নতুন সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের শেয়ারবাজারে দর পতনে বিনিয়োগকারীদের বিক্ষোভ বাংলাদেশের শিল্প খাতের উন্নয়নে বিনিয়োগে আগ্রহী কাতার : শিল্পমন্ত্রী
No icon

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে

আজ বুধবার বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। দাম বাড়ার কারণ সম্পর্কে সংবাদে বলা হয়েছে, মার্কিন ডলারের দর কিছুটা কমে যাওয়ায় বিশ্ববাজারে তেলের চাহিদা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সংবাদে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ও গ্যাসোলিনের মজুত কমে যাওয়ার প্রভাবও বাজারে পড়েছে। গত মাসের মূল্যস্ফীতির পরিসংখ্যান যেটা প্রকাশিত হওয়ার কথা, তা–ও তেলের মূল্যবৃদ্ধির পক্ষে সহায়ক হবে বলে বাজারের ধারণা। এ পরিস্থিতিতে আজ ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৩৯ সেন্ট বেড়ে ৮২ দশমিক ৭৭ ডলার এবং ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪২ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ৭৮ দশমিক ৪৪ ডলারে উঠেছে। এদিকে বিশ্বের ছয়টি গুরুত্বপূর্ণ মুদ্রার বিপরীতে তৈরি ইউএস ডলার ইনডেক্স আজ শূন্য দশমিক ১৬ শতাংশ কমেছে।

১০ মে শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের তেল ভান্ডারের মজুত কমেছে ৩১ লাখ ০৪ হাজার ব্যারেল। আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট এ তথ্য প্রকাশ করেছে। গ্যাসোলিনের মজুত কমেছে ১২ লাখ ৬৯ হাজার ব্যারেল, যদিও ডিস্টিলিটের মজুত বেড়েছে ৬ লাখ ৭৩ হাজার ব্যারেল। আজ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার অপরিশোধিত তেল মজুতের হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করবে। যুক্তরাষ্ট্রে এখন গ্রীষ্মকাল চলছে। সেখানকার মানুষেরা ঘর ছেড়ে বেরিয়ে পড়েছেন, অর্থাৎ যাকে বলে গাড়ি চালানোর মৌসুম, এখন সেখানে ঠিক সেই সময় চলছে। এ পরিস্থিতিতে ধারণা করা হচ্ছে, দেশটির তেলের মজুত আরও কমেছে।

এই ভরা মৌসুম সত্ত্বেও ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি ২০২৪ সালের তেলের চাহিদার পূর্বাভাস হ্রাস করেছে। দিনে ১ লাখ ৪০ হাজার ব্যারেল তেলের পূর্বাভাস কমিয়ে দৈনিক পূর্বাভাস ১ দশমিক ১ মিলিয়ন বা ১১ লাখ ব্যারেলে নামিয়ে এনেছে তারা। কারণ হিসেবে তারা বলেছে, ওইসিডিভুক্ত ধনী দেশগুলোর চাহিদা কমে গেছে। গ্যাস ও তেলবিষয়ক কৌশলবিদ বিকাশ ডিভেদি বলেছেন, চলতি ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ৮০ থেকে ৯০ ডলারের মধ্যে থাকবে।

বিকাশ ডিভেদি বলেন, বছরের দ্বিতীয় প্রান্তিকের পর তেলের বাজারে কিছুটা মন্দাভাব দেখা যাবে। কারণ হিসেবে তিনি বলেন, বছরের দ্বিতীয় প্রান্তিকে ওপেকবহির্ভূত দেশগুলোর তেলের সরবরাহ বেড়ে যাওয়ার পাশাপাশি ওপেক ও সহযোগী দেশগুলোর তেলের নিয়ন্ত্রণ করার সক্ষমতা কমে যাবে। সেই সঙ্গে চলমান মূল্যস্ফীতির সঙ্গে তেলের চাহিদাও কমবে।

এদিকে আজ যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির পরিসংখ্যান প্রকাশিত হওয়ার কথা। আজকের এই পরিসংখ্যান থেকে পরিষ্কার বোঝা যাবে, ফেডারেল রিজার্ভ চলতি বছরের শেষ নাগাদ নীতি সুদহার আদৌ কমাবে কি না। তারা নীতি সুদহার কমালে অর্থনীতিতে চাহিদা বাড়বে, অর্থাৎ গতি আসবে। এদিকে কানাডার তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তার জেরেও বিশ্ববাজারে আজ তেলের দাম বেড়েছে। কানাডার তেলশিল্পের কেন্দ্র হিসেবে পরিচিত ফোর্ট ম্যাকমুরের দিকে দাবানল ধেয়ে আসছে, যেখানে দৈনিক ৩৩ লাখ ব্যারেল তেল বা দেশটির মোট চাহিদার দুই-তৃতীয়াংশ তেল উৎপাদিত হয়। এ অনিশ্চয়তা যত দিন থাকবে, তত দিন তেলের বাজারে কিছুটা চাপ থাকবে। বার্তা সংস্থা রয়টার্স