ভারত-পাকিস্তান উত্তেজনায় ঢাকার শেয়ারবাজারে বড় ধসডিএসইর লেনদেন কমলেও বেড়েছে সিএসইতেআগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট হবে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকারআয়কর কমানোর সুযোগ নেই: আব্দুর রহমান খানভারতের শেয়ারবাজার এক দিনে ২০ লাখ কোটি রুপি হারিয়েছে
No icon

সহজ হয়েছে অনলাইন রিটার্ন জমার পদ্ধতি : এনবিআর চেয়ারম্যান

অনলাইনে রিটার্ন জমা দেওয়ার পদ্ধতি আরও বেশি করদাতাবান্ধব করা হয়েছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। তিনি বলেন, পদ্ধতিগত জটিলতা আগের চেয়ে কমানো হয়েছে। যেমন অনলাইন মাধ্যমেই উৎসে কর কর্তনের হিসাব করা যাবে। আবার এক পাতার আয়কর রিটার্নও অনলাইনে দেওয়া যাবে। ফলে ব্যক্তি করদাতারা সহজেই অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। এ ছাড়া রিটার্ন জমা দেওয়ার পরে করদাতাদের প্রমাণপত্র দেওয়া হবে। এসব কারণে আশা করছি, এ বছর অনলাইনে করদাতার সংখ্যা বাড়বে।

তবে নভেম্বর মাসের শেষ দিকে করদাতাদের রিটার্ন জমা দেওয়ার চাপ বাড়তে পারে। এতে অনলাইন সিস্টেমের গতি ধীর হয়ে যেতে পারে। এ কারণে এখন থেকেই অনলাইন রিটার্ন জমা দেওয়ার জন্য করদাতাদের প্রতি আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান।