
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৯ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট।
সূত্রমতে, এদিন বে লিজিংয়ের শেয়ারদর আগের দিনের তুলনায় ৫০ পয়সা বা ১০ শতাংশ কমেছে, যার ফলে এটি ডিএসইর দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড। এই কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ৩৮ শতাংশ কমেছে। তৃতীয় স্থানে থাকা এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর বা ৫ দশমিক ৯২ শতাংশ কমেছে।
এছাড়া, ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো ইউনিয়ন ক্যাপিটাল, ফারইস্ট ফাইন্যান্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস এবং রূপালি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।