
টিআইএন সনদে উল্লেখিত অধিক্ষেত্র বা সার্কেল অনুযায়ী রিটার্ন দাখিল করতে হবে। রিটার্ন দাখিলের সময় করদাতা বিদেশে অবস্থান করলে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও রিটার্ন দাখিল করা যায়। তাছাড়া, https://etaxnbr.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনেও রিটার্ন দাখিল করার সুযোগ রয়েছে।
রিটার্ন দাখিল না করলে কী হয়
নির্দিষ্ট তারিখের মধ্যে রিটার্ন দাখিল না করলে নিম্নবর্ণিত বিষয়াদির মুখোমুখি হবার সম্ভাবনা রয়েছে, যেমন-
ক। ধারা ২৬৬ অনুসারে জরিমানা;
খ।১৭৪ ধারা অনুসারে কর অব্যাহতির ক্ষেত্র সংকোচন;
গ। মাসিক ২% হারে অতিরিক্ত কর পরিশোধ;
ঘ। ইউটিলিটি সার্ভিসের সংযোগ বিচ্ছিন্ন হওয়া;
ঙ। বেতন-ভাতাদি প্রাপ্তিতে জটিলতা ইত্যাদি।