ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে শিপিং কর্পোরেশনঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক ঢাকা স্টক এক্সচেঞ্জে দরবৃদ্ধির শীর্ষে জেমিনি সীফুডরিটার্ন কোথায় দাখিল করতে হয়চীন থেকে দুটি নতুন জাহাজ কিনবে বিএসসি
No icon

রিটার্ন কোথায় দাখিল করতে হয়

টিআইএন সনদে উল্লেখিত অধিক্ষেত্র বা সার্কেল অনুযায়ী রিটার্ন দাখিল করতে হবে। রিটার্ন দাখিলের সময় করদাতা বিদেশে অবস্থান করলে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও রিটার্ন দাখিল করা যায়। তাছাড়া, https://etaxnbr.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনেও রিটার্ন দাখিল করার সুযোগ রয়েছে।

রিটার্ন দাখিল না করলে কী হয়

নির্দিষ্ট তারিখের মধ্যে রিটার্ন দাখিল না করলে নিম্নবর্ণিত বিষয়াদির মুখোমুখি হবার সম্ভাবনা রয়েছে, যেমন-

ক। ধারা ২৬৬ অনুসারে জরিমানা;
খ।১৭৪ ধারা অনুসারে কর অব্যাহতির ক্ষেত্র সংকোচন;
গ। মাসিক ২% হারে অতিরিক্ত কর পরিশোধ;
ঘ। ইউটিলিটি সার্ভিসের সংযোগ বিচ্ছিন্ন হওয়া;
ঙ। বেতন-ভাতাদি প্রাপ্তিতে জটিলতা ইত্যাদি।