ব্যাংক খাতের খেলাপি ঋণ ২৫-৩০ শতাংশে পৌঁছে যাবে : আহসান এইচ মনসুরসাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্সদুই বিলিয়ন ডলারের নতুন সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের শেয়ারবাজারে দর পতনে বিনিয়োগকারীদের বিক্ষোভ বাংলাদেশের শিল্প খাতের উন্নয়নে বিনিয়োগে আগ্রহী কাতার : শিল্পমন্ত্রী
No icon

ব্যাংকারদের এক ধাপের পদোন্নতি হবে ডিপ্লোমা ছাড়াই

ব্যাংকারদের পদোন্নতিতে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় (সাবেক ব্যাংকিং ডিপ্লোমা) উত্তীর্ণ হওয়ার বাধ্যবাধকতা শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। এবার এক ধাপ পদোন্নতিতে প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ না হলেও তাঁকে পদোন্নতি দেওয়া যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে যাঁরা গত ৮ ফেব্রুয়ারির আগে নিয়োগ পেয়েছেন, শুধু তাঁদের ক্ষেত্রে এই শিথিলতা প্রযোজ্য হবে। অবশ্য গত ফেব্রুয়ারিতে যাঁরা ব্যাংকে নিয়োগ পেয়েছেন, তাঁরা এখনই পদোন্নতির জন্য যোগ্য হবেন না। বাংলাদেশ ব্যাংকের এই শিথিলতা ব্যাংকের সব ধরনের কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। 

বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে যে প্রজ্ঞাপন জারি করেছে, তাতে বলা হয়েছে যে বর্তমানে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় পাঠ্যক্রম আধুনিক ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে বিস্তৃত তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অন্তর্ভুক্ত করে যুগোপযোগী করা হয়েছে। ব্যাংকারদের এ পরিবর্তিত পাঠ্যক্রম সম্পর্কে সম্যক জ্ঞানার্জনের জন্য নির্দিষ্ট সময়ের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে বর্তমানে সিনিয়র অফিসার অথবা সমতুল্য পদে কর্মরত কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে সৃষ্ট জটিলতা নিরসনের জন্য নতুন নির্দেশনা দেওয়া হলো।

এই নির্দেশনার মধ্যে রয়েছে, ৮ ফেব্রুয়ারির আগে নিয়োগপ্রাপ্ত অথবা পদোন্নতিপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তারা যে পদে কর্মরত ছিলেন, তার পরবর্তী এক ধাপে পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাবে। তবে কর্মকর্তাদের পরবর্তী পদে পদোন্নতির ক্ষেত্রে অবশ্যই প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার অথবা একই মানের পদে অথবা উচ্চতর পদে কর্মরত কোনো কর্মকর্তা অন্য কোনো ব্যাংকে উচ্চ পদে নিয়োগপ্রাপ্তির ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে ৮ ফেব্রুয়ারির আগে নিয়োগপ্রাপ্ত অথবা পদোন্নতিপ্রাপ্ত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা যে পদে কর্মরত ছিলেন, তার পরবর্তী এক ধাপে অন্য কোনো ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি প্রাপ্ত হবেন।

এতে বলা হয়, ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ পেতে হলেও ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণের বাধ্যবাধকতা থেকে অব্যাহতিপ্রাপ্ত বিভিন্ন বিভাগের কর্মকর্তারা জেনারেল ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট এমন কোনো বিভাগে পদায়নের ক্ষেত্রে উত্তীর্ণ হতে হবে।

এদিকে বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পদোন্নতির জন্য বাধ্যতামূলক করার পর ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় (সাবেক ব্যাংকিং ডিপ্লোমা) অংশগ্রহণ বেড়ে গেছে। সবশেষ ৯৬তম পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় ৭৮ হাজার ব্যাংকার। ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় এর আগে কখনোই এত ব্যাংকার একসঙ্গে অংশ নেননি। তার আগের ৯৫তম পরীক্ষায় অংশ নিয়েছিলেন প্রায় ৩৬ হাজার ব্যাংকার।

ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) এ পরীক্ষার আয়োজন করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ব্যাংকারদের পদোন্নতিতে এ পরীক্ষা উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।