ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে ইসলামী ব্যাংকঢাকা স্টক এক্সচেঞ্জে সর্বোচ্চ দর বেড়েছে ড্রাগন সোয়েটারের রোহিঙ্গাদের সহায়তায় ১০৫৮ কোটি টাকা দেবে এডিবি বিওতে বোনাস পাঠিয়েছে ব্যাংক এশিয়াব্যাংক খাতে প্রভিশন ঘাটতি বেড়েছে ছয়গুণেরও বেশি
No icon

গ্রামীণ সড়কের উন্নয়নে ফের সহায়তা বাড়িয়েছে এডিবি

দেশের চলমান গ্রামীণ সংযোগ উন্নয়ন প্রকল্পের জন্য ১৯০ মিলিয়ন ডলার অতিরিক্ত তহবিল অনুমোদন দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। এটি গ্রামীণ রাস্তাগুলোকে উন্নত করতে, কৃষি এলাকাগুলোকে আরো উৎপাদনশীল করে তুলতে এবং গ্রামীণ আর্থ-সামাজিক কেন্দ্রগুলোর উন্নতিতে অবদান রাখছে। 

মঙ্গলবার (১১ জুলাই) এডিবির প্রধান পল্লী উন্নয়ন বিশেষজ্ঞ মাসাহিরো নিশিমুরা বলেন,‘এটি এই প্রকল্পের জন্য এডিবির দ্বিতীয় ধাপের অতিরিক্ত অর্থায়ন। এর মাধ্যমে বাংলাদেশের গ্রামীণ জীবনযাত্রার অবস্থা উন্নয়নের জন্য সড়ক নেটওয়ার্কের আরো উন্নতি এবং জলবায়ু ও দুর্যোগ স্থিতিস্থাপকতা এবং সড়ক সম্পদ ব্যবস্থাপনায় উদ্ভাবনী বৈশিষ্ট্যের প্রবর্তন হবে।’

তিনি বলেন,‘এই প্রকল্প গ্রামীণ এলাকায় পরিবহন দক্ষতা ও নির্ভরযোগ্যতা উন্নত করতে, কৃষি উৎপাদনশীলতা বাড়াতে এবং দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাহায্য করার জন্য কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করছে।’

চলমান প্রকল্পটি ২০১৮ সালের নভেম্বর মাসে অনুমোদিত হয়েছিল। যার লক্ষ্য ছিল প্রায় ১ হাজার ৭০০ কিলোমিটার গ্রামীণ রাস্তা সংস্কার করা, গ্রামীণ অবকাঠামো সংস্থা ও রাস্তা ব্যবহারকারীদের ক্ষমতা জোরদার করা এবং গ্রামীণ সড়কসংক্রান্ত মাস্টার পরিকল্পনা উন্নত করা। ২০২০ সাল থেকে মূল লক্ষ্যের সাথে ৯০০ কিলোমিটারের বেশি গ্রামীণ রাস্তা যুক্ত করা হয়েছে। বর্ধিত এই ঋণ আরো ১ হাজার ৩৫০ কিলোমিটার গ্রামীণ রাস্তার মান, জলবায়ু স্থিতিস্থাপকতা এবং সুরক্ষা বৈশিষ্ট্যগুলোর উন্নয়ন ঘটাবে।

এডিবি জানায়, এটি উপজেলা পর্যায়ে ১৮০টি ভ্রাম্যমাণ সড়ক রক্ষণাবেক্ষণ অফিসে সরঞ্জাম ও ট্রাক সরবরাহ করবে এবং জলবায়ু পরিবর্তনের অভিযোজনে প্রকৃতিভিত্তিক বায়োইঞ্জিনিয়ারিং সমাধানগুলোর ক্ষেত্রে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সক্ষমতা বৃদ্ধি করবে করবে।

সূত্র : ইউএনবি