ভারত-পাকিস্তান উত্তেজনায় ঢাকার শেয়ারবাজারে বড় ধসডিএসইর লেনদেন কমলেও বেড়েছে সিএসইতেআগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট হবে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকারআয়কর কমানোর সুযোগ নেই: আব্দুর রহমান খানভারতের শেয়ারবাজার এক দিনে ২০ লাখ কোটি রুপি হারিয়েছে
No icon

২০ দিনে বৈধপথে প্রবাসী আয় এসেছে ১২৫ কোটি ডলার

চলতি ২০২৩-২৪ অর্থবছরের অক্টোবরের প্রথম ২০ দিনে প্রবাসীরা বৈধপথে ও ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১২৫ কোটি ৭০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৩ হাজার ৭৫০ কোটি ৭৭ লাখ টাকা (প্রতি ডলার ১১০ টাকা হিসাবে)।

গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তথ্য বলছে, অক্টোবরে দৈনিক আসছে ছয় কোটি ২৫ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। আগের বছরের একই সময়ে প্রতিদিন এসেছিল পাঁচ কোটি আট লাখ ৫২ হাজার মার্কিন ডলার। এই হিসাবে অক্টোবর মাসে প্রবাস আয় বেড়েছে। আগের মাস সেপ্টেম্বরে ৪৪ মাসের মধ্যে সর্বনিম্ন প্রবাস আয় আসার পর চলতি মাসে প্রবাস আয় ঘুরে দাঁড়িয়েছে।

তথ্য পর্যালোচনায় দেখা গেছে, চলতি মাসের ২০ দিনে যে পরিমাণ রেমিট্যান্স দেশে এসেছে, এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১০ কোটি ১৫ লাখ ২০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে চার কোটি ১৫ লাখ ৩০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১১০ কোটি ৩১ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ লাখ ১০ হাজার ডলার।

২০২৩-২৪ অর্থবছরের সেপ্টেম্বরে গত সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স এসেছিল। সেই মাসে রেমিট্যান্স এসেছে ১৩৪ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ডলার। একই অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার এবং আগস্টে রেমিট্যান্স এসেছে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার।

বাণিজ্যিক ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, হুন্ডির দাপটে প্রবাস আয় গত মাসে কম আসে। পরে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়। এর পর থেকে প্রবাস আয় বাড়তে থাকে। গতকাল রবিবার থেকে প্রবাস আয়ে প্রণোদনা ২.৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে। এর ফলে প্রবাস আয় বৃদ্ধির ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে আশা করছে বাণিজ্যিক ব্যাংকগুলো।