
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য ও নীতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্বমুদ্রাবাজারে বড় ধরনের চাপের মুখে পড়েছে মার্কিন ডলার। ইউরো, পাউন্ড, ইয়েন এবং সুইস ফ্রাঁর বিপরীতে ডলারের মান নেমে গেছে বহু বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে।
বিশেষজ্ঞদের মতে, ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে ট্রাম্পের অবস্থান এবং কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান জেরোম পাওয়েলকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত বিনিয়োগকারীদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এতে ডলারের ওপর আস্থা কমে গেছে এবং বাজারে অস্থিরতা বেড়েছে।
বৃহস্পতিবার ইউরোর বিপরীতে ডলারের মান কমে দাঁড়ায় ১ দশমিক ১৬৮৭, যা ২০২১ সালের অক্টোবরের পর থেকে সর্বনিম্ন। পাউন্ডের বিপরীতে ডলার ১ দশমিক ৩৬৯০-এ নেমে যায়, যা ২০২২ সালের জানুয়ারির পর এমন নিম্নমান দেখা যায়নি। একই সঙ্গে সুইস ফ্রাঁর বিপরীতে ডলারের মান ২০১১ সালের পর সর্বনিম্ন ০ দশমিক ৮০৩৩-তে নেমে এসেছে। ইয়েনের বিপরীতে ডলারের মান কমে দাঁড়িয়েছে ১৪৪ দশমিক ৮৯।
ডলারের সামগ্রিক অবস্থা বুঝতে ব্যবহৃত ডলার সূচক নেমে এসেছে ৯৭ দশমিক ৪৯১-এ। এটি ২০২২ সালের পর থেকে সূচকের সর্বনিম্ন অবস্থান।
এই অবস্থার মধ্যে ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প আগামী সেপ্টেম্বরে ফেডের নতুন চেয়ারম্যান ঘোষণা করার কথা ভাবছেন। যদিও বর্তমান চেয়ারম্যান জেরোম পাওয়েলের মেয়াদ রয়েছে ২০২৬ সাল পর্যন্ত। তবে রাজনৈতিকভাবে এমন সিদ্ধান্তের আভাস বিশ্ববাজারে অনিশ্চয়তা বাড়িয়ে তুলেছে।