বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মধ্যে ৪০ কোটি মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। জলবায়ুকেন্দ্রিক অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অর্জনের লক্ষ্যে ওই অর্থ ছাড় করবে এডিবি। গতকাল অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে ঋণচুক্তি সই হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও এডিবির পক্ষে বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং নিজ নিজ পক্ষে ঋণচুক্তি স্বাক্ষর করেন।
ঋণচুক্তি স্বাক্ষরকালে বাংলাদেশ ও এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মধ্যে জলবায়ু স্থিতিস্থাপক অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন শীর্ষক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ৪০ কোটি মার্কিন ডলার ঋণচুক্তি ঢাকায় স্বাক্ষরিত হয়। অর্থ বিভাগ অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহায়তায় এ নীতি সংস্কারমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এছাড়া তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) প্রকাশিত ট্রেজারি অপারেশনসের রিভিউ টিম মেম্বার ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেডা) টেকনিক্যাল কমিটির সদস্য।
এ সহায়তা ৭০ কোটি মার্কিন ডলারের জলবায়ু-স্থিতিস্থাপক অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচির প্রথম সাবপ্রোগ্রাম। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম। এ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বার্ষিক গড় ক্ষতির পরিমাণ প্রায় ৩০০ কোটি মার্কিন ডলার। এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং বলেন, ‘প্রোগ্রামটি জলবায়ু অর্থায়ন সংগ্রহ করতে ও দেশের সামগ্রিক উন্নয়ন এজেন্ডায় জলবায়ু পদক্ষেপগুলোকে অগ্রাধিকার দিতে একটি সক্ষম প্রাতিষ্ঠানিক ও নীতিগত পরিবেশ তৈরি করবে এবং সরকারকে কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবহন ও অবকাঠামো, নগর উন্নয়ন, জ্বালানিসহ জলবায়ু সংস্কার বাস্তবায়নে সহায়তা করবে।’—বিজ্ঞপ্তি