ব্যাংক খাতের খেলাপি ঋণ ২৫-৩০ শতাংশে পৌঁছে যাবে : আহসান এইচ মনসুরসাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্সদুই বিলিয়ন ডলারের নতুন সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের শেয়ারবাজারে দর পতনে বিনিয়োগকারীদের বিক্ষোভ বাংলাদেশের শিল্প খাতের উন্নয়নে বিনিয়োগে আগ্রহী কাতার : শিল্পমন্ত্রী
No icon

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের নতুন চেয়ারম্যান আব্দুল হাই সরকার

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) নেতৃত্বে পরিবর্তন এল, ব্যাংক উদ্যোক্তাদের এ সংগঠনের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার।

সোমবার বিএবির সাধারণ সভায় আব্দুল হাই সরকারকে নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা ব্যাংক খাতের উন্নয়নের জন্য কাজ করব। সবার সঙ্গে কথা বলব। সকলের মতমত নিয়ে চলব।”

২০০৮ সালের জানুয়ারি থেকে একটানা ১৭ বছর বিএবির চেয়ারম্যান ছিলেন এক্সিম ব্যাংকের সদ্য সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের উদ্যোক্তা নজরুল ইসলাম মজুমদার। ছাত্র-জনতার আন্দোলনে ৫ অগাস্ট সরকারপতনের পর আওয়ামী লীগ নেতাদের মত ব্যাংক খাতের উদ্যোক্তাদের কেউ কেউ আত্মগোপনে চলে যান। নজরুল ইসলাম মজুমদারও ওই সময় থেকে আর প্রকাশ্যে আসেননি।

এর মধ্যে নজরুল ইসলাম মজুমদারকে সরিয়ে এক্সিম ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করে দেয় বাংলাদেশ ব্যাংক। তাতে বিএবির নেতৃত্বও হারান তিনি। বিএবির নতুন পর্ষদে ভাইস-চেয়ারম্যান পদে এসেছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুল মান্নান এবং ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রমো রউফ চৌধুরী।এ দুটি পদে এতোদিন ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুস সামাদ লাবু, যিনি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের ভাই।

আরেক ভাইস চেয়ারম্যান ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী, তিনি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই। সরকার পরিবর্তনের পর তাদের ব্যাংকের নেতৃত্ব থেকেও চলে যেতে হয়।