আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট হবে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকারআয়কর কমানোর সুযোগ নেই: আব্দুর রহমান খানভারতের শেয়ারবাজার এক দিনে ২০ লাখ কোটি রুপি হারিয়েছেপ্রবাসী আয়ে রেকর্ড, মার্চে এল ৩২৯ কোটি ডলারঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম
No icon

আমদানির ২১ টাকা কেজি আলু বাজারে ৭৫ টাকা

ভারত থেকে আলু আমদানি করতে কেজিপ্রতি খরচ পড়ে ২১ টাকা ৩০ থেকে ৬০ পয়সা। পরিবহণ খরচ ও অন্যান্য খরচ এবং লাভসহ এই আলু ২৫ থেকে ২৮ টাকা বিক্রির কথা। আর পাইকার হয়ে খুচরা পর্যায়ে একই আলু ভোক্তাপর্যায়ে ৩০-৩৫ টাকা হওয়ার কথা। কিন্তু সেই আলু ৭৫ টাকা কেজি দরে কিনছেন ক্রেতারা।