১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা: আহসান এইচ মনসুর ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মারিটার্ন জমা দেওয়ার সময় আরো বাড়তে পারে : মো. আবদুর রহমান খানঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
No icon

রেকর্ড গড়ার পর কমেছে বিটকয়েনের দাম

বিটকয়েনের দাম কমতে শুরু করেছে। মূলত ফেডারেল রিজার্ভের নীতি সুদহারসংক্রান্ত ঘোষণার পর বিটকয়েনের দাম ১৫ শতাংশ কমেছিল, যদিও এরপর দাম কিছুটা বেড়েছে। শুক্রবার বিটকয়েনের দাম ৯২ হাজার ৬০০ ডলারে নেমে আসে। এরপর আজ শনিবার তা ৯৭ হাজার ডলারে ওঠে।

গত সপ্তাহে বিটকয়েনের দাম ইতিহাসের সর্বোচ্চ ১ লাখ ৮ হাজার ডলারে উঠে যায়। এরপর ফেডারেল রিজার্ভ যখন বলে, আগামী বছর নীতি সুদহার দুবার পর্যন্ত কমানো হতে পারে, তখন শুরু হয় উল্টো গতি। শুক্রবার বিটকয়েনের দাম ৫ শতাংশ পর্যন্ত কমে ৯২ হাজার ৬০০ ডলারে নেমে আসে। শুধু বিটকয়েন নয়, ইথার ও ডজিকয়েনের মতো ক্রিপ্টোমুদ্রার দামও কমেছে। এসব মুদ্রার দরপতন হয়েছে বিটকয়েনের চেয়েও বেশি। খবর ইকোনমিক টাইমস।