বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছেইসলামী ব্যাংকের শীর্ষ পর্যায়ের ৮ কর্মকর্তা বরখাস্তপুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে এক্সিম ব্যাংক ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিংঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড
No icon

বাংলাদেশে রেমিট্যান্স ৭ শতাংশ হারে বাড়ছে

মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্রিফ জানিয়েছে, বর্তমানে বাংলাদেশে রেমিট্যান্স ৭ শতাংশ হারে বাড়ছে। ব্যালান্স অভ পেমেন্ট সংকটের কারণে বাংলাদেশের প্রবাসী আয়ের প্রবৃদ্ধি অপরিবর্তিত থাকতে পারে। ২০২৩ সালে দেশের প্রবাসী আয় ২৩ বিলিয়ন ডলারের ঘরে থাকবে।

মূলত টাকার অবমূল্যায়ন ও বিনিময় হার নীতির কারণে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর প্রবাসীরা হুন্ডির মাধ্যমে অর্থ পাঠাতে বাধ্য হচ্ছেন বলে প্রতিবেদনে উঠে এসেছে। এতে আরও বলা হয়, ২০২৪ সালেও প্রবাসী আয় ২৩ বিলিয়ন ডলারে থাকবে বলে ধারণা করা হচ্ছে। আমদানি বিল পরিশোধে ডলার সংকটের পাশাপাশি রেমিট্যান্স প্রবৃদ্ধি স্থিতিশীল থাকবে। ডলার সংকটের কারণে টাকার বিনিময় হার বেড়ে যাচ্ছে।