বন্দর নির্মাণ ও উন্নয়নে দেশি–বিদেশি প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ১০০ কোটি মার্কিন ডলার (১ লাখ ২২ হাজার কোটি টাকা) বিনিয়োগ আসছে। এই বিনিয়োগের বড় অংশই আসছে মূলত প্রস্তাবিত লালদিয়া ও বে টার্মিনাল প্রকল্পে পাঁচটি নতুন টার্মিনাল নির্মাণ ও পরিচালনা খাতে।
বন্দর চেয়ারম্যান জানান, বিদেশি বিনিয়োগের বড় অংশই আসছে বে টার্মিনালের চারটি টার্মিনাল নির্মাণ ও বন্দরটির জাহাজ চলাচলের পথ ও স্রোত প্রতিরোধক তৈরিতে। এর মধ্যে সিঙ্গাপুরের পিএসএ ইন্টারন্যাশনাল এবং সংযুক্ত আরব আমিরতের ডিপি ওয়ার্ল্ড দুটি টার্মিনাল নির্মাণ ও পরিচালনা–সংক্রান্ত চুক্তির কাজ চলছে। আবার বে টার্মিনালে বন্দরের অর্থায়নে যে মাল্টিপারপাস টার্মিনাল নির্মিত হওয়ার কথা, সেখানেও এখন বিনিয়োগের প্রস্তাব দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি পোর্ট গ্রুপ। তারা এক বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব জমা দিয়েছে।
<iframe frameborder="0" height="1" id="google_ads_iframe_85406138/mCanvas_1x1_1" name="google_ads_iframe_85406138/mCanvas_1x1_1" scrolling="no" title="3rd party ad content" width="1"></iframe>প্রস্তাবিত পতেঙ্গা লালদিয়ার চরে নতুন টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় বিশ্বের দ্বিতীয় শীর্ষ শিপিং কোম্পানি ডেনমার্কের এপি-মুলার মায়ের্সকের বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। এ ছাড়া বিশ্বব্যাংকও বে টার্মিনালের স্রোত প্রতিরোধকসহ আনুষাঙ্গিক বন্দরসুবিধা তৈরিতে বিনিয়োগ করতে চায়। বন্দর চেয়ারম্যান জানান, বন্দর খাতে যে বিদেশি বিনিয়োগ আসবে, তার পরিমাণ প্রায় সাড়ে সাত বিলিয়ন ডলার। এর সঙ্গে দেশি–বিদেশি যৌথ বিনিয়োগে পতেঙ্গায় অয়েল অ্যান্ড গ্যাস টার্মিনাল নির্মাণে সাড়ে তিন বিলিয়ন ডলার বিনিয়োগের একটি প্রস্তাব পাওয়া গেছে। সব মিলিয়ে ১ হাজার ১০০ কোটি ডলারের বিনিয়োগ হবে।