ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে ইসলামী ব্যাংকঢাকা স্টক এক্সচেঞ্জে সর্বোচ্চ দর বেড়েছে ড্রাগন সোয়েটারের রোহিঙ্গাদের সহায়তায় ১০৫৮ কোটি টাকা দেবে এডিবি বিওতে বোনাস পাঠিয়েছে ব্যাংক এশিয়াব্যাংক খাতে প্রভিশন ঘাটতি বেড়েছে ছয়গুণেরও বেশি
No icon

রপ্তানির তথ্য শিগগিরই সমন্বয় করা হবে : সালেহউদ্দিন আহমেদ

সরকারের বিভিন্ন সংস্থার রপ্তানির তথ্যে যে গরমিল ছিল, সেই সমস্যা নিরসন হয়েছে। কিছুদিন পরে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পর্ষদ বৈঠক হবে; সেই বৈঠকে চূড়ান্ত তথ্য অনুমোদন করা হবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

আজ সোমবার সচিবালয়ে ইপিবির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। ইপিবির প্রতিনিধি দলে ছিলেন বাণিজ্যসচিব মোহাং সেলিম উদ্দিন, ইপিবির ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমুখ।

তবে চলতি অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা কত হবে, সে বিষয়ে কিছু বলেননি সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, পর্ষদ বৈঠকে এসব অনুমোদন হবে, তার আগে অনানুষ্ঠানিকভাবে কিছু বলা যাবে না। মূলত অ্যাসাইকুডার ভিত্তিতে এসব তথ্যের মধ্যে সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

রপ্তানির তথ্যে পরিবর্তন এলে মোট দেশজ উৎপাদন বা জিডিপির পরিসংখ্যানে পরিবর্তন আসে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, হ্যাঁ, সেটাও খতিয়ে দেখতে বলা হয়েছে। জিডিপির হিসাব উৎপাদন প্রণালিতে (প্রোডাকশন মেথড) করা হয়। ১৯টি খাতের ওপর এই হিসাব করা হয়। হিসাব হয়ে গেলে সবাইকে জানানো হবে।

দেশে বর্তমানে ৫, ১০ ও ২০ টাকার নোটের অবস্থা খুব খারাপ। এতে নানা সমস্যা হচ্ছে। এ বিষয়ে কিছু করা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত। তিনি আরও বলেন, দেশের টাকার নোট যথাযথভাবে ব্যবহার করা হয় না। সে জন্য একসময় ৫, ১০ ও ২০ টাকার ধাতব মুদ্রা ব্যবহারের চিন্তা করা হয়েছিল। কিন্তু সেটা সম্ভব ছিল না। এখন নতুন টাকা ছাড়তে গেলে পুরোনো টাকা বাজার থেকে তুলে নিতে হবে। যেসব নোটের অবস্থা বেশি খারাপ, সেগুলো বাংলাদেশ ব্যাংকে জমা হয়। সেই টাকা গণনা করাও খুব কঠিন কাজ, যদিও আপাতদৃষ্টে মনে হয়, বিষয়টি খুব সহজ। যাহোক, গভর্নর আছেন; তিনি বিষয়টি দেখবেন।