ভারত-পাকিস্তান উত্তেজনায় ঢাকার শেয়ারবাজারে বড় ধসডিএসইর লেনদেন কমলেও বেড়েছে সিএসইতেআগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট হবে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকারআয়কর কমানোর সুযোগ নেই: আব্দুর রহমান খানভারতের শেয়ারবাজার এক দিনে ২০ লাখ কোটি রুপি হারিয়েছে
No icon

অত্যাবশ্যকীয় পণ্যের দাম কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না : সালেহউদ্দিন আহমেদ

অত্যাবশ্যকীয় পণ্যের দাম কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না বলে জানিয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, মানুষের কষ্ট হয় এমন সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নেবে না। পণ্যের ঘাটতি যাতে না হয়, সে ব্যাপারে সরকার সতর্ক আছে। 

বুধবার সচিবালয়ে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকের পরে ব্রিফিং এ সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।অর্থ উপদেষ্টা বলেন, আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের যাতে কোনও ঘাটতি না হয়, সে ব্যাপারে সরকার সতর্ক আছে। এজন্য চাল, ডাল, তেল ও ছোলাসহ মানুষের প্রয়োজনীয় বিভিন্ন পণ্য আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা বারে বারে বলেছি, অবশ্যকীয় জিনিসের ঘাটতি আমরা হতে দেবো না। সার আমদানি, চিনি, ছোলা, সয়াবিন তেল- এই চারটিই খুব গুরুত্বপূর্ণ। এর চারটি পণ্য আমরা ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছি। সয়াবিন ও ছোলাটা রোজার জন্য। আমরা হয়তো কিছুদিন পর খেজুরের ব্যাপারেও সিদ্ধান্ত নেবো।