
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৫ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
সূত্রমতে, এদিন কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ৬৭৮ বারে ১০ লাখ ৩৭ হাজার ৩৭৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৩৭ লাখ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ। তালিকার তৃতীয় স্থানে থাকা বীকন ফার্মাসিউটিক্যালসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, শাহজিবাজার পাওয়ার, এশিয়া ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, আমান ফিড, মীর আখতার ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্স।