ব্যাংক খাতের খেলাপি ঋণ ২৫-৩০ শতাংশে পৌঁছে যাবে : আহসান এইচ মনসুরসাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্সদুই বিলিয়ন ডলারের নতুন সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের শেয়ারবাজারে দর পতনে বিনিয়োগকারীদের বিক্ষোভ বাংলাদেশের শিল্প খাতের উন্নয়নে বিনিয়োগে আগ্রহী কাতার : শিল্পমন্ত্রী
No icon

শুল্ক–কর আদায় আরও বাড়ানোর শর্ত দিল আইএমএফ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওপর শর্তের বোঝা বাড়াচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (এনবিআর)। বহুজাতিক সংস্থাটির ঋণের অন্যতম শর্ত হচ্ছে, রাজস্ব আদায় বাড়াতে হবে। কী হারে বৃদ্ধি করা প্রয়োজন, সেটিও বলে দিয়েছে। তা হলো এনবিআরকে প্রতিবছর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) দশমিক ৬ শতাংশ হারে শুল্ক-কর তথা রাজস্ব আদায় বাড়াতে হবে।

গত ২০২৩–২৪ অর্থবছরে রাজস্ব আদায় বাড়ানোর শর্ত ছিল—জিডিপির দশমিক ৫ শতাংশ। কিন্তু সেই লক্ষ্য অর্জন করতে পারেনি এনবিআর। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ বছরও লক্ষ্য অর্জন হবে না বলে মনে করা হচ্ছে। এ রকম অবস্থায়ই আইএমএফের সফররত প্রতিনিধিদল লক্ষ্য বাড়ানোর শর্ত দিয়ে গেছে। গত সপ্তাহে এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে শর্তের কথা জানায় আইএমএফ।