ব্যাংক খাতের খেলাপি ঋণ ২৫-৩০ শতাংশে পৌঁছে যাবে : আহসান এইচ মনসুরসাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্সদুই বিলিয়ন ডলারের নতুন সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের শেয়ারবাজারে দর পতনে বিনিয়োগকারীদের বিক্ষোভ বাংলাদেশের শিল্প খাতের উন্নয়নে বিনিয়োগে আগ্রহী কাতার : শিল্পমন্ত্রী
No icon

ভারতে প্রতি কেজি ইলিশ রপ্তানি হচ্ছে ১১৮০ টাকায়

বেনাপোল বন্দর দিয়ে পাঁচ দিনে ২৭৭ মেট্রিক টন ৩০০ কেজি ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। কয়েক দফায় মোট ৯১টি ট্রাকে করে এই পরিমাণ ইলিশ পাঠানো হয়।

গত বৃহস্পতিবার ২০টি ট্রাকে ৫৪ টন ৪৬০ কেজি, গত শনিবার ১৫টি ট্রাকে ৪৫ মেট্রিক টন ২০০ কেজি, রবিবার ছয়টি ট্রাকে ১৯ মেট্রিক টন, গত সোমবার ৩০টি ট্রাকে ৮৯ মেট্রিক টন এবং গতকাল মঙ্গলবার ২৩টি ট্রাকে ৬৯ মেট্রিক টন ৬৪০ কেজি ইলিশ ভারতে যায়। প্রতি কেজি ইলিশ রপ্তানি হচ্ছে ১০ ডলারে। বাংলাদেশি মুদ্রায় প্রতি কেজি ইলিশের মূল্য দাঁড়ায় এক হাজার ১৮০ টাকা। গতকাল বুধবার বেনাপোলে মাছের আড়তে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হয়েছে এক হাজার ৭০০থেকে এক হাজার ৮০০ টাকায়। সে হিসাবে একই আকারের ইলিশ ভারতে রপ্তানি হচ্ছে ৫০০ টাকা কমে। বেনাপোল বন্দর ডেপুটি ডাইরেক্টর সজিব নাজির এ তথ্য জানান। 

বেনাপোল বন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিদর্শক আসওয়াদুল আলম বলেন, ‘ইলিশ রপ্তানির পরিপত্রটি কয়েক বছর আগের। তবে ইলিশের দেশীয় বাজারদরের সঙ্গে সংগতি রেখে মূল্য সমন্বয় করে রপ্তানি করলে প্রশ্ন উঠত না।’ শার্শা উপজেলা মৎস্য আড়ত সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বলেন, ‘ভারতে কিভাবে এক হাজার ১৮০ টাকায় ইলিশ রপ্তানি হচ্ছে সে বিষয়ে সরকারের নজরদারি করা উচিত।’