বকেয়া বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে গত কয়েকদিন ধরে চলা শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ ছিল পণ্য উৎপাদন। তাই ঘাটতি পূরণে গতকাল ছুটির দিনেও গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলের অনেক কারখানা খোলা ছিল। এদিন সকাল থেকেই এসব কারখানায় উৎপাদন কার্যক্রম চলেছে পুরোদমে। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও সাধারণ ছুটি ঘোষণা করা গাজীপুর শিল্পাঞ্চলের সাতটি কারখানা এখনো চালু হয়নি।