অর্থ পাচারে সহায়তার অভিযোগে ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানাঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছেইসলামী ব্যাংকের শীর্ষ পর্যায়ের ৮ কর্মকর্তা বরখাস্তপুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে এক্সিম ব্যাংক
No icon

ঋণের উচ্চ সুদে বিপর্যস্ত শিল্প

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে নীতি সুদের হার বাড়িয়েই চলেছে কেন্দ্রীয় ব্যাংক। এর প্রভাবে ক্রমাগতভাবে বাড়ছে ঋণের সুদহার। এতে শিল্প খাত চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে। একদিকে বাড়ছে পণ্যের উৎপাদন ব্যয়, অন্যদিকে কমছে বহির্বিশ্বের সঙ্গে প্রতিযোগী সক্ষমতা। এ অবস্থা চলতে থাকলে মূল্যস্ফীতি হয়তো কমে আসবে, কিন্তু কর্মসংস্থানহীন হয়ে পড়বে গোটা দেশ। তাই দেশের স্বার্থে সুদহারে স্থিতিশীলতা আনা প্রয়োজন বলে মনে করছেন উদ্যোক্তারা। রবিবার আলাপকালে এসব কথা বলেছেন তারা।